বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোর স্বীকৃতিস্বরূপ সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেয়েছেন মো. আলম দিদার।
তিনি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের শাহ্ সূফি মিনা গাজী বাড়ির মরহুম রাজা মিয়ার ছেলে।
বুধবার (১৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সিআইপি (এনআরবি) ২০২৫-পুরস্কারে ভূষিত হন তিনি।
আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
ব্যবসায়ী আলম দিদার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বীন ফাদেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ম্যানেজিং ডিরেক্টর। তিনি ২০০৩ সালে প্রবাসে এ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন।
পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ