চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় মেশিনে পিষ্ট হয়ে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

চকরিয়া সংবাদদাতা

১৮ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় ব্লক তৈরির মিক্সার মেশিনে পিষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের তরছপাড়ায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৭টায় মরদেহ হাসপাতালে আনা হলে ঘটনাটি জানাজানি হয়।

 

নিহতরা হলেন, চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ ঘুনিয়া এলাকার মো. শাহজাহানের ছেলে মো. শাহিন (১৮) ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনার রুহুল কাদেরের ছেলে কামরানুল ইসলাম জিহান (২০)।

 

জানা যায়, আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে মিক্সার মেশিনটি বন্ধ করে পরিষ্কার করার সময় হঠাৎ মেশিন ফের চালু হয়ে যায়। এ সময় মেশিনের ভিতরে আটকা পড়ে পিষ্ট হন শাহিন ও জিসান। অপর শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

ঘটনার ব্যাপারে মাস্টারমাইন্ড ব্লক ফ্যাক্টরির মালিক মো. গিয়াস উদ্দিনের মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, ঘটনাটি শুনে হাসপাতালে একটি টিম পাঠিয়েছি। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরির পর মরদেহ ময়নাতদন্ত করতে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট