হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে মোটর সাইকেলের ধাক্কায় খাইরুল বশর (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) উপজেলার সৈয়দ কোম্পানি রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফটিকছড়ি থেকে হাটহাজারীতে ছেলের শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মহাসড়কের পাশ দিয়ে আসরের নামাজ পড়তে যাওয়ার সময় একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিনি মারা যান।
মৃত খাইরুল বশর ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের সিদ্দিক মাস্টারের বাড়ির মৃত আব্দুস সুবহানের পুত্র।
বিষয়টি নাজিরহাট হাইওয়ে পুলিশের এস আই মাসুদ রানা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মোটরসাইকেল আরোহী একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
পূর্বকোণ/এমটি/পারভেজ