চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে আগুনে পুড়ল ৪ বসতঘর

নিজস্ব সংবাদদাতা, হাটহাজারী

১৮ ডিসেম্বর, ২০২৪ | ১২:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রহমত উল্লাহ মেম্বার বাড়িতে রান্না ঘরের চুলা থেকে আগুনে সূত্রপাত হয়। মুহূর্তে আগুন সবদিকে ছড়ি পড়ে। এতে চারটি ঘর পড়ে যায়।

আগুনে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মো. জাহাঙ্গীর আলম, মো. আবুল কাশেম ও পিয়ারুল ইসলামের ঘর পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা আগুনে ৬/৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, আগুনের খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাবে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট