মহান বিজয় দিবসে কক্সবাজার জেলা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠেছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই জেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচির সূচনা করেন। এরপর হিলডাউন সার্কিট হাউসে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ, সংবর্ধনা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
বিভিন্ন সংগঠনের উদ্যোগে: জেলা পুলিশ, জেলা কারাগার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা আনসার, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, সড়ক ও জনপদ, পৌরসভা, প্রেস ক্লাব, জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা, জেলা যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, উদীচীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, মানবাধিকার ও সাংবাদিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করে।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- বিজয় মিছিল, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় মেলা, দেয়ালিকা প্রদর্শনী, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, সার্ফিং ও জেট-স্কী প্রর্দশনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
পূর্বকোণ/জেইউ