চট্টগ্রাম বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ

মালয়েশিয়াকে ২৯ রানে গুটিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২৪ | ১:৫৭ অপরাহ্ণ

এমনিতেই কঠিন কোন প্রতিপক্ষ নয় মালেয়েশিয়া। মাঠের ক্রিকেটেও সেই পার্থক্যটা পরিষ্কার বুঝিয়ে দিলো বাংলাদেশ। ব্যাটে-বলে দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই তারা পৌঁছে গেলো উইমেন’স অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোর পর্বে।

 

কুয়ালালামপুরে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মালয়েশিয়াকে ১২০ রানে হারালো বাংলাদেশ। বাংলাদেশের ১৪৯ রানের জবাবে মালেয়েশিয়ার ইনিংস শেষ হয় ২৯ রানেই। আগেরদিন শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া নিশিতা আক্তার এবার ৫ উইকেট শিকার করেন কেবল ৩ রান দিয়ে। তবে ৪৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা জান্নাতুল মাওয়া।

 

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে উদ্বোধনী জুটিতে ৪৫ রান এনে দেন ফাহমিদা ছোঁয়া ও মোসাম্মৎ ইভা। ২১ বলে ২৬ রানে আউট হন ছোঁয়া, ১৬ বলে ১৯ রান করেন ইভা। এরপর দুই সুমাইয়া আক্তার ও আফিয়া আসিমা ভালো কিছু করতে পারেননি।

 

তবে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন জান্নাতুল মাওয়া, এছাড়া শেষদিকে দ্রুত রান তোলেন সাদিয়া আক্তার। ৪৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন জান্নাতুল, আর সাদিয়া করেন ১৯ বলে ৩১ রান।

 

রান তাড়ায় মালেয়েশিয়া কোন প্রতিরোধই গড়তে পারেনি। ওপেনিংয়ে ৫ রান করেন নূর আলিয়া বিন্তি মোহাম্মদ হাইরুন। সেটিই দলের সর্বোচ্চ! তিন ব্যাটার আউট হন শূন্য রানে, চার ব্যাটার করেন ১ রান।

 

বাংলাদেশের সঙ্গে এই গ্রুপ থেকে সুপার ফোর পর্বে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা। সুপার ফোরে নিজ গ্রুপ থেকে ওঠা দল ছাড়া অন্য দুই দলের বিপক্ষে খেলতে হবে। অন্য গ্রুপ থেকে উঠেছে ভারত ও নেপাল।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন