বাংলাদেশের সাথে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতের জন্য এসেছে দুঃসংবাদ। ইতোমধ্যে ভারতকে অসহযোগী দেশের তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। কানাডার সাথে কূটনৈতিক সম্পর্ক ঠেকেছে তলানীতে।
এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত ভারতীয়দের ভিসা দেয়ার সংখ্যা কমিয়েছে ব্যাপক হারে। এবার পশ্চিমের দেশ সুইজারল্যান্ড থেকেও এলো দুঃসংবাদ। দেশটি তাদের ‘মোস্ট ফেভার্ড নেশন’ ক্যাটাগরি থেকে বাদ দিয়েছে ভারতকে।
একটা সময়ে চিজ, চকোলেট আর ঘড়ির দেশের কাছ থেকে জুটেছিল ‘সবচেয়ে পছন্দের রাষ্ট্র’ বা ‘মোস্ট ফেভার্ড নেশন’র (এমএফএন) তকমা। কিন্তু হঠাৎ করেই নয়াদিল্লির মাথা থেকে সেই মুকুট কেড়ে নিয়েছে দেশটি। ‘পৃথিবীর স্বর্গ’ খ্যাত সুইজারল্যান্ডের এই পদক্ষেপে রীতিমতো মাথায় হাত মোদি সরকারের!
বিশেষজ্ঞদের আশঙ্কা, সুইজারল্যান্ডের এই সিদ্ধান্তের সুদূরপ্রসারী প্রভাব পড়বে ভারতের শেয়ারবাজারে। আগামীদিনে কমতে পারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সুইজারল্যান্ডের এই পদক্ষেপ দ্বিপক্ষীয় চুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন। এর ফলে সুইজারল্যান্ডে কার্যক্রম পরিচালনাকারী ভারতীয় কোম্পানি ও ভারতে সুইস বিনিয়োগে বড় প্রভাব পড়বে।
পূর্বকোণ/মাহমুদ