চট্টগ্রাম সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪

মিরসরাইয়ে মানসিক ভারসাম্যহীন নারী-শিশুকে ফিরে পেল পরিবার

মিরসরাই সংবাদদাতা

১৫ ডিসেম্বর, ২০২৪ | ১০:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাট পৌর বাজার এলাকায় শনিবার রাতে মানসিক ভারসাম্যহীন এক নারী ও তার শিশু কন্যাকে উদ্ধার করেছে থানা পুলিশ।

 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পাওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নারী ও তার শিশুকন্যাকে উদ্ধার করে জোরারগঞ্জ থানায় নিয়ে আসে।

 

মানসিক ভারসাম্যহীন নারীর নাম প্রভা রানী দাস (৪৫) এবং তার শিশু কন্যার নাম সুক্তা দাস (৮)। তারা সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে ঘোড়ামারা গ্রামের বাসিন্দা।

 

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে মিরসরাই উপজেলা সমাজসেবা অফিসার সাবরিনা লিনার উপস্থিতিতে প্রভা রানী ও তার শিশু কন্যাকে নিরাপদে তার স্বামী নেপাল দাসের কাছে হস্তান্তর করা হয়।

 

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজের নামপরিচয় দিতে পারছিলেন না। আমরা তার শিশু কন্যাকে বিভিন্নভাবে কৌশলে জিজ্ঞাসাবাদ করে তাদের সম্ভাব্য ঠিকানা জানার চেষ্টা করি। গণমাধ্যমকর্মীদের সহযোগিতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে পরিবারের খোঁজ পাওয়া যায়।

 

তিনি বলেন, নারী ও শিশু কন্যাটিকে পরিবারের সন্ধান পেতে সহযোগিতা করতে পেরে ভালো লাগছে।

 

 

পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট