চট্টগ্রাম রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ম্রো ভাষায় রচিত হলো সাত বীরশ্রেষ্ঠর জীবনী

বান্দরবান সংবাদদাতা

১৫ ডিসেম্বর, ২০২৪ | ৫:১৪ অপরাহ্ণ

পাহাড়ের পশ্চাৎপদ ম্রো জনগোষ্ঠীর মাঝে মুক্তিযুদ্ধে অবদান রাখা বীরশ্রেষ্ঠদের জীবনী তুলে ধরতে ম্রো ভাষায় রচিত হয়েছে বই। ‘নমমো তসেন কিয়াকমি’ নামের ম্রো ভাষায় রচিত এই বইটিতে উঠে এসেছে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা কাহিনি ও সাত বীরশ্রেষ্ঠদের জীবনী। সেই সাথে ক্রামাদি ধর্মের প্রবক্তা মেনলে ম্রোর নিজ হাতে আঁকা ছবি নিয়ে একটি অ্যালবামও তৈরি করা হয়েছে।

 

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে বান্দরবান শহরের উজানী পাড়া তং রিসোর্ট মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চিত্ত রঞ্জন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তার সাথে সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা, সাংবাদিক মিনারুল হক, ম্রো ভাষার লেখক ও গবেষক ইয়াংঙান ম্রোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

লেখক ইয়াং ঙান জানান, ম্রো ভাষায় মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরশ্রেষ্ঠদের অবদান সম্পর্কে কোন লেখা না থাকায় এতদিন তারা এই ইতিহাস থেকে বঞ্চিত হয়েছিল। বিশেষ করে তরুণ সম্প্রদায় মুক্তিযুদ্ধের মহান বীরত্বগাথা ইতিহাস জানা থেকে পিছিয়ে ছিল। এছাড়া পাহাড়ের পিছিয়ে পড়া ম্রো সম্প্রদায়ের ভাষা বর্ণমালাও প্রায় বিপন্ন। এসব চিন্তাধারা থেকে ম্রো সম্প্রদায়ের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীরশ্রেষ্ঠদের জীবনী তুলে ধরতে ম্রো ভাষায় বই রচিত করা হয়েছে। অন্যদিকে ম্রোদের ধর্মীয় নেতা ও ক্রামা ধর্মের প্রবক্তা মেনলে ম্রোর বিভিন্ন ইতিহাস জীবনি তার হাতে আঁকা ছবিগুলো নিয়ে একটি অ্যালবামও তৈরি করা হয়েছে। এতে করে নতুন প্রজন্ম মএনলএর ইতিহাস সম্পর্কে জানতে পারবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট