পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ফটিকছড়ির শিক্ষার্থীদের ছাত্রছাত্রীকল্যাণ সংগঠন ‘ফটিকছড়ি স্টুডেন্ট এসোসিয়েশন (পিসিআইইউ)’র এডহক কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) পোর্টসিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও এডহক কমিটির প্রধান উপদেষ্টা এস.এম ওসমান গনি এবং সায়েমা আক্তার ।
এডহক কমিটির আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন মো. হেলাল উদ্দিন (সিভিল- ১ম ব্যাচ), সদস্য সচিব বেলাল উদ্দিন মুন্না (সিএসসি- ১০তম ব্যাচ )
এছাড়াও বাকি সদস্যরা হলেন তাছলিয়াত তাবিন (সিভিল- ১৮তম ব্যাচ), ফাতেমা আকতার (এলএলবি- ২৬তম ব্যাচ), মমতাজুল হুদা আয়াছ (এলএলবি- ২৬তম ব্যাচ), আকিবুর রহমান (বিবিএ- ২৫তম ব্যাচ), ফয়সাল মাহমুদ (বিবিএ- ১২তম ব্যাচ)।
সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন, বিভিন্ন সামাজিক মানবিক এবং পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধুলা কুইজ ইত্যাদি ইভেন্ট আয়োজন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এতে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এস. এম. ওসমান গনি।
সভায় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যায়নরত শিক্ষার্থীবৃন্দ।
পূর্বকোণ/এমটি/পারভেজ