চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুর থেকে ছমুনা খাতুন (৮০) নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছমুনা খাতুন সুন্দরপুর ইউনিয়নের কাজিরখীল এলাকার মৃত বক্স চৌধুরীর স্ত্রী।
শনিবার (১৪ ডিসেম্বর ) দুপুর পৌনে ২টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বারৈয়ারহাট মসজিদের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছি। ওই বৃদ্ধার পরিবার জানায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝে ঘর থেকে বের হলে কিছুদিন পর ফিরে আসতেন। তিনদিন আগে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরননি। আজ দুপুরে বারৈয়ারহাট মসজিদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/পিআর/এএইচ