চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি মুক্তমঞ্চে নবজাগণের উদ্যোগে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের সহযোগিতায় নাগরিক অধিকার বিষয়ে জনসচেতনতা মূলক উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলা এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং একটি দায়িত্বশীল সমাজ গঠনে উদ্বুদ্ধ করা।
নবজাগণের সদস্যরা সেমিনারে নাগরিক অধিকার, সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পরিচ্ছন্ন সমাজ গঠনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা উপস্থিত জনসাধারণকে নাগরিক দায়িত্ব পালন করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার আহ্বান জানান।
নবজাগণের কো-অর্ডিনেটর রকিবুল হাসান রাকিব বলেন, দেশের উন্নয়নে নাগরিক সচেতনতা অপরিহার্য। আমাদের প্রত্যেককে তার অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সেইসঙ্গে দায়িত্বশীল নাগরিক হয়ে কাজ করতে হবে। আমরা গুজবমুক্ত সমাজ এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়তে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।
সেমিনারে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন এবং নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করেন। মুক্ত আলোচনার মাধ্যমে সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।
পূর্বকোণ/জেইউ