চট্টগ্রামের চন্দনাইশে এক খামারিকে অস্ত্রের মুখে জিম্মি করে ৬টি গরু, নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বৈলতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেবারকুল আবদুল হাই মেম্বারের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খামারের মালিক জসিম উদ্দীন জানান, রাতে শব্দ পেয়ে ঘর থেকে বের হলে তারা আমাকে আমার ছেলের মাথায় অস্ত্রে ঠেকিয়ে খামারের ভেতর নিয়ে যায়। ১০ থেকে ১২ জনের একটি দল আমাদের হাত পা বেঁধে খামার থেকে বেছে বেছে ৬টি গরু নিয়ে যায়। পরে ঘরের ভেতর থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। গরুগুলোর আনুমানিক মূল্য ১২ লাখ টাকার বেশি।
স্থানীয় ইউপি সদস্য আবদুল হাই জানান, মঙ্গলবার গভীর রাতে ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে জসিম উদ্দীনের খামার থেকে ৬টি গরু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে তারা খোদারহাট ব্রিজ পার হয়ে সাতকানিয়ার দিকে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন ভিকটিম খামারি জসিম উদ্দীন।
খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন। তিনি বলেন, মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ