চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

অসুস্থতায় রাতভর কাতরাচ্ছিলেন ফুটপাতে, সকালে মিললো লাশ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

১১ ডিসেম্বর, ২০২৪ | ১২:৩৭ অপরাহ্ণ

শারীরিক অসুস্থতায় রাতভর ফুটপাতে কাতরে সকালে মারা গেলেন ভবঘুরে এক বৃদ্ধ। তার বয়স আনুমানিক ৭৫ বছর।

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পটিয়া পৌরসদরের ২নং ওয়ার্ডের ইন্দ্রপুল এলাকায় সড়কের পাশে ফুটপাতে ওই বৃদ্ধকে মৃত দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। তবে ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ৯টার দিকে ইন্দ্রপুল এলাকার রাজমুকুট কমিউনিটি সেন্টারের পাশে একটি লবণের গোডাউনের সামনে হঠাৎ অসুস্থ হয়ে ওই বৃদ্ধ ফুটপাতের উপর শুয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান।

 

মাত্র কয়েক মিনিটের রাস্তা পার হয়েই কাছাকাছি একটি সরকারি ও তিনটি বেসরকারি হাসপাতাল রয়েছে। কিন্তু কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি। পরবর্তীতে রাত ১২টার পর থেকে সকাল ৯টার মধ্যে যেকোন সময়ে তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

 

পটিয়া থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। তার গায়ে আকাশি কালারের মোটা জিন্সের শার্ট আর কালো রঙের সোয়েটার এবং শরীরের উপর একটি লাল চাদর ছিল। প্রাথমিকভাবে মৃত ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে প্রতীয়মান হয়েছে। ওই বৃদ্ধের পরিচয় শনাক্তের জন্য কাজ করা হচ্ছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট