চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি সেগুন গাছ উধাও

নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী

১১ ডিসেম্বর, ২০২৪ | ১২:১০ অপরাহ্ণ

রাঙামাটি রাজস্থলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ৪টি বড় সেগুন গাছ আনুমানিক (১২০ ফুট) অবৈধভাবে কাটা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি গাছগুলো কেটে গাছের মোতা আগুন দিয়ে পোড়ানো হয় যাতে কোন চিহ্ন বা নিশানা না থাকে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, রাজস্থলী উপজেলার একমাত্র ৫০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালের সীমানার বাউন্ডারি ওয়ালের ভিতরে ৪টি সেগুন গাছ অবৈধভাবে কেটে বিক্রির এমন অভিযোগ উঠেছে হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে নার্স, নাইটগার্ড, ডাক্তার, আয়া কুকাররা ভয়ে মুখ খুলতে রাজি নয়।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাফিউল্লাহ সিবলী বলেন, আমার অজান্তে এতো সুন্দর বড় বড়, সেগুন গাছ কেটে সাবাড় করে দিয়েছে হাসপাতাল প্রাঙ্গণ থেকে আমি জানি না। আমি তদন্ত করে দেখবো কে বা কারা এ গাছগুলো কর্তন করেছে।

 

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী সদর রেঞ্জের কর্মকর্তা মোহাম্মদ তুহিনুল হক বলেন, গাছ কাটতে হলে সরকারি নিয়ম মেনে কাটতে হবে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোনো অনুমোদন না নিয়ে গাছগুলো কেটে অপরাধ করেছেন।

 

রাজস্থলী ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন, বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেছি। নির্দেশনা এলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট