চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লামায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৪ | ৪:৪১ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে ফাতেমা জান্নাত (৬৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত ফতেমা জান্নাত হিমছড়ি পাড়ার বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী।

রবিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি হিমছড়ি পাড়ায় ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহী। তিনি জানান, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাহাড় থেকে বন্যহাতি জনবসতি এলাকায় ঢুকে পড়ে। ফাতেমা জান্নাত প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে বাড়ির আঙ্গিনায় বন্যহাতির কবলে পড়েন। এসময় হাতি ফাতেমা জান্নাতকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষে ফেলে। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা তাকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলার বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। স্বজনেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত ১০টার দিকে ফাতেমা জান্নাত মারা যান।

 

এ বিষয়ে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আলমগীর বলেন, পরিবারের কোন ধরণের অভিযোগ না থাকায় মৃত ফাতেমা জান্নাতের লাশ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট