চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় টমটম উল্টে বৃদ্ধ নিহত, আহত ৫

চকরিয়া সংবাদদাতা

৯ ডিসেম্বর, ২০২৪ | ১১:০৭ অপরাহ্ণ

কক্সবাজারে চকরিয়ার সীমান্তবর্তী পার্বত্য উপজেলা লামার ৩ নম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা (টমটম) উল্টে মোস্তাফিজুর রহমান (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এ সময় আরও ৫ যাত্রী আহত হন। আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মোস্তাফিজ ওই ইউনিয়নের কুমারমার ঝিরি এলাকার মো. পেটানের ছেলে।

 

এলাকার লোকজন জানান, স্থানীয় গুলিস্তান বাজার এলাকা থেকে টমটমে চড়ে বাড়ি যাওয়ার পথে টমটম উল্টে চাপা পড়ে গুরুতর আহত হন মোস্তাফিজ। স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মালুমঘাট হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মেহেদী হাসান বলেন, দুর্ঘটনাস্থল মহাসড়কের বাইরে। তবুও স্থানীয় লোকজনের উপস্থিতিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট