চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে লবন মাঠের দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ২২ জন আহত হয়েছে।
আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে সরল ইউনিয়নের দক্ষিণ সরলচর এলাকায় সরকারি জমিতে লবণ মাঠ দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, প্রায় ৪০০ একর জমির দখল নিয়ে কবির গ্রুপ ও মনসুর গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, দক্ষিণ সরল এক নম্বর ওয়ার্ডের আহমদ উল্লার ছেলে জয়নাল আবেদীন (২৮), আবুল হোসেনের ছেলে নেজামুদ্দিন (৩২) মো, নুরুল ইসলামেরর ছেলে সাইফুল ইসলাম (১৭), মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ জাবেদ( ২২), বশির আহমেদের ছেলে আব্দুল খালেক (৩৮), মোহাম্মদ লোকমানের ছেলে মোহাম্মদ ইসমাইল (৫০), ফকির আহমেদের ছেলে মো. মিনহাজ (২৫), নেসার উদ্দিন (২৮)।
এছাড়াও আহত ১৫ জনকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।
সাবেক মেম্বার মনসুর আহম্মদ বলেন, সরকারি জমি নিয়ে মূলত বিরোধটা হয়েছে। আমি চট্টগ্রাম শহরে। এ বিষয়ে কিছু জানি না।
অপর গ্রুপের কবির আহমদ জানান, দীর্ঘদিন থেকে এই জায়গাগুলো আমার ভোগ দখলে রয়েছে। উপকূলীয় বন বিভাগ আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বাঁশখালীর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস শশী বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ আহত ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল বলেছেন, সরকারি বন বিভাগের এই জমি নিয়ে সংঘর্ষ হয়েছে শুনেছি । জমি দখলে মামলা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনা স্থলে রয়েছি। এলাকার পরিবেশ শান্ত রয়েছে। জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।
পূর্বকোণ/এমটি/পারভেজ