চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে ভবন থেকে পড়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

৯ ডিসেম্বর, ২০২৪ | ৯:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে উপজেলা ভূমি অফিসের ভবন থেকে পড়ে আবুল কালাম (৫০) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু হয়েছে।

 

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তিনি ভবনের ২য় তলায় বর্ধিত বারান্দার ছাদে টিন লাগানোর সময় নিচে পড়ে গুরুতর আহত হন।

 

তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে জরুরি বিভাগে ভর্তি করা হলে আবুল কালামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন বলে জানিয়েছেন খাজা স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী মো. আলী মিয়া লাকু।

 

নিহত আবুল কালাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী হাজীর পুল এলাকার বাসিন্দা। তিনি পৌর সদরের খাজা স্টিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের কর্মচারী ছিলেন।

 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট