চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় মাদকসহ আটক ১

আনোয়ারা সংবাদদাতা

৯ ডিসেম্বর, ২০২৪ | ৬:৩৫ অপরাহ্ণ

আনোয়ারা উপজেলায় ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ রাবেয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধাকে আটক করেছে সেনাবাহিনী।

 

রবিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার চুন্নাপড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত রাবেয়া খাতুন স্থানীয় মো.ইউনুসের স্ত্রী।

 

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইউনুসের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউনুস পালিয়ে গেলেও মাদক ব্যবসার সাথে জড়িত রাবেয়া খাতুনকে আটক করা হয়। পরে বাসা তল্লাশি করে ১৬০ পিচ ইয়াবা, ইয়াবা সেবন ও ইয়াবা বিক্রয়ের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ৪ টি (চাকু) এবং নগদ ২ লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান,আটক স্ত্রী এবং পলাতক স্বামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।  আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

পূর্বকোণ/এমটি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট