চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

জাতীয় ঐক্য গড়ে তুলে আধিপত্যবাদীদের মোকাবেলা করতে হবে: মুহাম্মদ শাহজাহান

বিজ্ঞপ্তি

৯ ডিসেম্বর, ২০২৪ | ৩:৪১ অপরাহ্ণ

সবাইকে জাতীয় ঐক্য গড়ে তুলে আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারস্থ জামায়াত কার্যালয়ে নগর জামায়াতের কর্মপরিষদ সদস্যদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

 

তিনি বলেন, পতিত স্বৈরাচার দেশে ফিরে আসতে চায়। দেশে আগামীর প্রত্যাশিত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পূর্বে অসীম ধৈর্য ও বিচক্ষণতার সাথে আওয়ামী ফ্যাসিস্ট ও আধিপত্যবাদীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। দেশের স্বার্থে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জাতীয় ঐক্যকে অটুট রাখতে হবে।

 

মাওলানা মুহাম্মদ শাহজাহান আরও বলেন, সংগঠনের দায়িত্বশীলদের অত্যন্ত সচেতনভাবে মাঠে-ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি চট্টগ্রাম মহানগরী জামায়াতকে আরও মজবুত করার জন্য যার যার অবস্থান থেকে জোর প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

 

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমির ড. আ জ ম ওবায়েদুল্লাহ, মুহাম্মদ নজরুল ইসলাম, নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এসএম লুৎফর রহমান, মাওলানা মমতাজুর রহমান, আবু বকর সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ নুর, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী সবুজ, মাহমুদুল আলম, আমির হোসাইন, হামেদ হাসান ইলাহী প্রমুখ।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট