চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে অটোরিকশা খাদে পড়ে স্কুলশিক্ষিকাসহ আহত ৪

হাটহাজারী সংবাদদাতা

৮ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে তিনজন স্কুলশিক্ষিকাসহ চারজন গুরুতর আহত হয়েছেন।

 

রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় হাটহাজারী-রাঙামাটি সড়কের পৌরসভার সুবেদার পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- স্কুলশিক্ষিকা রেজওয়ানা ইয়াসমিন (৩৫), শেলী খাস্তগীর (৫৮) ও সায়মা আক্তার (৩০) এবং অটোচালক মো. রফিক (৩৫)।

 

রাউজান গহিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর উপজেলার ছিপাতলী ঈদগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষিকাকে নিয়ে হাটহাজারীর দিকে আসছিল সিএনজিচালিত অটোরিকশাটি (চট্টগ্রাম -১৩- ৩৯৬১)। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এটি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। এর মধ্যে সিএনজিচালক রফিক গুরুতর আহত হয়।

 

রাউজান গহিরা হাইওয়ে থানার ইনচার্জ আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করেন।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট