চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা আহত

বোয়ালখালী সংবাদদাতা

৮ ডিসেম্বর, ২০২৪ | ৭:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় সালমা খাতুন (৮০) নামের এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। রবিবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে পৌর সদরের তুলাতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহত বৃদ্ধা সালমা খাতুন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী রোহাই পাড়ার কালু মেম্বার বাড়ির মৃত বাদশা মিয়ার স্ত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনে বসা কাঁচাবাজারে এক বৃদ্ধা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক।

 

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.তনুজা দে বলেন, হাসপাতালে আসা ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন।

 

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বিকাল ৫টায় ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ছেড়ে গেছে।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট