চট্টগ্রামের সাতকানিয়ায় বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা, পণ্যের ওজন ও পরিমাপ মোড়কে উল্লেখ না করায় তিন বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের মাদারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম জানান, বিএসটিআইয়ের লাইসেন্স না থাকা, পণ্যের ওজন ও পরিমাপ মোড়কে উল্লেখ না করায় চিটাগাং বেকারিকে ১০ হাজার, দয়াল বেকারিকে ২০ হাজার, চিশতিয়া ফুডসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআইয়ের মাঠ পরিদর্শক খাইরুল ইসলাম এবং সজীব চৌধুরী।
পূর্বকোণ/পিআর