বান্দরবানের লামার পৌর বাস টার্মিনালে পার্কিং করে রাখা এ্যাম্বুলেন্সসহ দুইটি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, পুড়ে যাওয়া এ্যাম্বুলেন্সটির মালিক মো. আজগর ও নোহা গাড়িটির মালিক ডা. নুর মোহাম্মদ। গাড়ি দুইটির রেজিস্ট্রেশন নম্বর যথাক্রমে এ্যাম্বুলেন্স (চট্টমেট্রো ছ- ১১-১৭৯৪) এবং নোহা (চট্টমেট্রো চ ১১-৫৯৮৮)। তবে নোহা গাড়িটিও আজগর চালাতো।
এ্যাম্বুলেন্সের মালিক মো.আজগর বলেন, ‘কক্সবাজার রোগী দিয়ে দিবাগত রাত রাত ৩টা ৪০ মিনিটে এসে লামা পৌর বাস টার্মিনালে গাড়িটি পার্কিং করি। আনুমানিক ভোর সাড়ে ৫ টায় আগুন লাগে। তবে কেউ হতাহত হয়নি।’
লামা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৫টার দিকে পৌর বাস টার্মিনালে পাশাপাশি পার্কিং করে রাখা একটি এ্যাম্বুলেন্স ও একটি নোহা গাড়ি আগুন লেগে পুড়ে যায়। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ ও নোহা গাড়ি আংশিক পুড়ে গেছে।
লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব বলেন, ‘বিষয়টি আমাদের ভাবিয়ে তুলেছে। আগুনের সূত্রপাত কিভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গভীর তদন্তের প্রয়োজন।’
লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাখাওয়াত হোসেন বলেন, ‘লামা পৌর বাস টার্মিনাল পাশাপাশি দাঁড়িয়ে থাকা ২টি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কারণ জানা যায়নি।’
লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কিভাবে গাড়ি দুইটি আগুনে পুড়েছে তা তদন্ত করা দেখা হচ্ছে।’
পূর্বকোণ/পিআর