চট্টগ্রামের পতেঙ্গা বিজয়নগর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার মহিলার নাম নাসিমা আক্তার। স্বামীর নাম নাসির এবং তারা বিজয়নগরের স্থানীয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান পূর্বকোণকে বলেন, ওই নারীকে হত্যা করা হয়েছে। লাশের উদ্ধার প্রক্রিয়া চলছে।
তবে কী কারণে, কীভাবে ওই মহিলাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে বলে জানিয়েছেন ওসি মাহফুজুর রহমান।
পূর্বকোণ/জেইউ/পারভেজ