চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে লুণ্ঠিত গার্মেন্টস পণ্য উদ্ধার, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

৭ ডিসেম্বর, ২০২৪ | ১০:১২ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার অভিযানে লুণ্ঠিত গার্মেন্টস পণ্য ও সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল- মো. সাইফুল ইসলাম শান্ত (২০) ও মো. আকরাম হোসেন (২৬)।

 

জানা যায়, গত ৪ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ কেডিএস এপারেলসের সামনে ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশাতে মালামাল উঠিয়ে রওয়ানা দেওয়ার সময় কয়েকজন ব্যক্তি এইচ ফ্যাশন এন্ড প্রিন্টিং কোম্পানির ডেলিভারিম্যান মো. বেলাল হোসেনের কাছে এসে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ওই ব্যক্তিরা ডেলিভারিম্যান বেলাল ও অটোচালক মো. জহিরকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। একপর্যায়ে তারা ডেলিভারিম্যান ও চালকের কাছ থেকে ৪ লাখ টাকা মূল্যমানের ৬ হাজার ২৪০ পিস কার্ট প্যানেল (টুকরো কাপড়) ও একটি সিএনজি জোরপূর্বক নিয়ে চলে যায়। এই ঘটনায় কোম্পানির ম্যানেজার বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করে।

 

বায়েজিদ বোস্তামী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আরিফুল ইসলাম জানান, প্রথমে পাহাড়িকা আবাসিক এলাকা থেকে সিএনজিটি খালি ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকা থেকে কার্ট প্যানেল উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করে। আটকদের জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট