চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে আগুনে ৬টি বসতঘর পুড়ে ছাই

সীতাকুণ্ড সংবাদদাতা

৭ ডিসেম্বর, ২০২৪ | ৪:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে একটি গ্রামের ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামে মো. ইসহাকের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আব্দুল মোতালেব, খন্দকার আলম, আব্দুল সালাম ও আবু তাহেরের ৬টি বাড়ি পুড়ে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিবারগুলো মূল্যবান সরঞ্জাম ঘর থেকে বের করার সময়ও পায়নি।

 

ক্ষতিগ্রস্ত আব্দুল সালাম বলেন, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৬টি ঘর পুড়ে ছাই করে দেয়। আমরা খাট, বিছানা, ফ্রিজসহ মূল্যবান সরঞ্জামও বের করতে পারিনি। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলেও তারা আসার আগেই ঘরগুলো পুড়ে ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়।

 

এদিকে ভুক্তভোগিরা প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি দাবি করলেও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, আমরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণও করি। আগুনে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া আমরা আনুমানিক ১৪ লাখ টাকার সম্পদ আমরা রক্ষা করেছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট