চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হাটহাজারীতে টপসয়েল কাটায় অর্ধ লক্ষ টাকা জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

৭ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে মো. খোকন নামের এক ব্যক্তিকে অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

 

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের তুলাতুলি নামক এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, বিগত প্রায় ২০ দিন ধরে এলাকা থেকে প্রতি রাতে প্রায় ৫ লাখ টাকার মাটি ১২ থেকে ১৫টি ড্রামট্রাক যোগে কেটে নিয়ে বিক্রি করে আসছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউর জামান জানান, দীর্ঘদিন ধরে কৃষি জমির টপসয়েল থেকে মাটি কেটে বিক্রি করার অপরাধে ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এরকম অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট