ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের তারাবনিয়ার ছড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে বের হওয়া এই মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে শত শত মানুষ অংশগ্রহণ করেন।
মিছিলে ‘হিন্দু মুসলিম ভাই ভাই, বাংলাদেশ ভয় নেই’, ‘ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা’, ‘আজাদী না দালালি, আজাদী আজাদী’ সহ বিভিন্ন স্লোগান দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পুরাতন শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ভারতের এই আক্রমণকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলা বলে অভিহিত করেছেন। জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এসএম সুজা উদ্দিন ফিদেল কাস্ত্রোর বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বলেন, ‘জন্মভূমি অথবা মৃত্যু, আমরা এর জন্যই প্রস্তুত’। ভারতের সাথে যতো অন্যায্য চুক্তি ও লেনদেন হয়েছে সব প্রকাশ করতে হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ভারতকে ফ্যাসিস্ট সরকার বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে, ভারতবিরোধী স্ট্যাটাস দেয়ার জন্য ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের অনেক মানুষকে হত্যা করা হয়েছে। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রাণ দিতেও প্রস্তুত বলে জানিয়েছেন।
নাগরিক কমিটির নেতা ও কক্সবাজার সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. ফারুক বলেন, ভারত যেখানে তাদের দেশের সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেখানে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাধাতে চাওয়া হাস্যকর। ভারত এখন বাংলাদেশের জনগণের সাথে সরাসরি শত্রুতা করছে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ