চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আবুধাবির বিগ টিকেটে দেড় কোটি টাকার গাড়ি জিতলেন সৌদি প্রবাসী

ইউএই প্রতিনিধি

৬ ডিসেম্বর, ২০২৪ | ৭:৩৭ অপরাহ্ণ

সৌদি আরবে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি হারুন রশিদকে (৩৯) যখন আবুধাবির যায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ডিউটি ফ্রির বিগ টিকেট থেকে ফোন করে জানান হয় যে তিনি সংযুক্ত আরব আমিরাতের সর্বশেষ ডিসেম্বরের বিগ টিকেট ড্রতে বিএমডব্লিইউ ৮৪০ আই জিতেছেন, তখন তিনি ভেবেছিলেন এটি একটি ফেইক কল।

‘আমি এতই বিস্ময় তাড়িত হয়েছিলাম যে সে রাতে উত্তেজনায় ঘুমাতে পারিনি’ বলেন তিনি। হারুন সৌদিতে হসপিটালিটি সেক্টরে কাজ করেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে ২০২২ সাল থেকে তিনি বিগ টিকেটে অংশগ্রহণ করে আসছেন।

তিনি বলেন, ‘এখনও, এটা অবিশ্বাস্য মনে হয় যে আমি র‌্যাফেল জিতেছি।’ ২০০৮ সাল থেকে তিনি সৌদিতে বসবাস করছেন।

গাড়িটি নিয়ে কি করার পরিকল্পনা করছেন জানতে চাইলে তিনি বলেন যে গাড়িটি বিক্রি করে পাওয়া অর্থ তিনি তার পরিবারের এবং ক্যারিয়ারের পেছনে খরচ করবেন। তার জেতা বিএমডব্লিইউ গাড়িটির দাম দেড় কোটি টাকা।

বিগ টিকেটের একই সিরিজে (২৬৯) শারজাহ প্রবাসী ভারতীয় বিপনন কর্মী অরবিন্দ আপ্পুকুট্টান (৩০) এবার আবুধাবি বিগ টিকেটের গ্র্যান্ড ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম জিতেছেন।

একই ড্রতে ২৪ ক্যারেটের ২৫০ গ্রাম গোল্ড বার জেতেন দুই বাংলাদেশি। এতে ১০ম ও ২০তম দিনে যে দুই বাংলাদেশি গোল্ডবার জেতেন তারা হলেন মোহাম্মদ সাইফুল ইসলাম ও মোহাম্মদ সালাউদ্দিন।

পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট