চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজার মহাসড়কে গরুবোঝাই ২ ট্রাক ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর, ২০২৪ | ১১:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের রামু থেকে চকরিয়া হয়ে ঢাকাগামী গরুভর্তি দুটি ট্রাক ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পরে রামু ও চকরিয়া থানা পুলিশের অভিযানে ছিনিয়ে নেওয়ার দুই ঘণ্টা পর গরুভর্তি ট্রাক উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু চা-বাগান এলাকায় ইয়াবা কারবারি সম্রাট খ্যাত আবদুর রহিমসহ তার দলবল কর্তৃক এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

২০টি গরুভর্তি দুটি ট্রাক ছিনিয়ে নেওয়ার ঘটনা পরবর্তী উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি বলেন- ‘রামু থানা পুলিশের হস্তক্ষেপে দ্রুততম সময়ে ছিনতাই হওয়া গরুগুলো উদ্ধারের পর চকরিয়ার ব্যবসায়ীর কাছে ফেরত দেওয়া হয়েছে।’

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট