চট্টগ্রাম নগরীর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের একান্ত সহযোগী মো. তারেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তারেক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য ও বেপারিপাড়ার মৃত মো. ইউসুফের ছেলে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে চান্দগাঁও থানাধীন বেপারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সদস্য ও চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের একান্ত সহযোগী মো. তারেককে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় বিষ্ফোরক আইনে মামলা রয়েছে।
পূর্বকোণ/পিআর