কক্সবাজারে গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে দুটি এলজি, ৫ রাউন্ড কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিক্সাও আটক করা হয়।
সোমবার (২ ডিসেম্বর ) রাতে কক্সবাজার সদর থানাধীন খুরুশকুলের ছনখোলা বাজার রোডে একটি অটোরিক্সা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার সদর থানার ঝিলংজা ইউনিয়নের লিংকরোড মুহুরী পাড়ার বজল কবিরের পুত্র সিএনজি চালক আব্দুর রহিম (৩৮) ও দক্ষিণ মুহুরী পাড়ার মৃত মোজাম্মেল হকের পুত্র মো. ওসমান (৫৪)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিএনজি চালক আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মো. ওসমানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, কক্সবাজারে সম্প্রতি অবৈধ অস্ত্রের ঘটনা বেড়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা সতর্ক। অভিযানে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অস্ত্রধারী ও ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/এরফান/এএইচ