চট্টগ্রামের কর্ণফুলীতে এক সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ড কালাইয়ার দোকান এলাকায় প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে।
চরপাথরঘাটা ১ নম্বর ওয়ার্ডের ইউসুফের কন্যা নিহত রুনা আক্তারের (২১) স্বামী মোহাম্মদ আলাউদ্দিন সিঙ্গাপুর প্রবাসী। নিহত রুনা আক্তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ঘরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় রুনা আক্তারকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন তিনি আত্মহত্যা করেছেন। তবে কি কারণে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন তা তাৎক্ষণিকভাবে জানতে পারেননি পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রির্পোট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।
পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ