চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ভোররাতে ৪ বসতঘর পুড়ে ছাই

আনোয়ারা সংবাদদাতা

১ ডিসেম্বর, ২০২৪ | ৬:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আগুন লেগে চার বসতঘর পুড়ে গেছে। রবিবার (১ ডিসেম্বর) ভোররাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্তরা হলেন- মো. ইলিয়াছ, জেবল হোসেন, মো. করিম ও আক্তার হোসেন।

 

স্থানীয়রা জানান, ভোররাতে ইলিয়াছের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় কিছু বুঝে উঠার আগেই চারজনের ঘর পুড়ে যায়। আগুন লেগে এসব পরিবারের ১৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

 

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসুইনু মারমা বলেন, আগুনের খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে ঘরগুলো পুড়ে যায়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যাবে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট