চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিদেশি কাউকেই প্রভু মেনে নেবে না, এমন বাংলাদেশ চাই: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

১ ডিসেম্বর, ২০২৪ | ৪:৫৫ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই। যে বাংলাদেশ বিদেশে সবাইকে বন্ধু হিসেবে দেখবে, কাউকেই প্রভু মেনে নেবে না। যেদিকে হাত বাড়াবো সেদিকে বন্ধুর হাত পেতে চাই। কোন আগ্রাসীর হাত আমরা দেখতে চাই না।

 

তিনি আরও বলেন, সকল জাতীয় ইস্যুতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন। এদেশ কারও একার নয়, দেশ সবার। দেশ এখনও ১৫ বছরের জঞ্জালমুক্ত হয়নি। তাই সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

 

রবিবার (১ ডিসেম্বর) সকালে খুলনার খানজাহান আলী থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় ইস্টার্ন জুট মিলস শ্রমিক ময়দানে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে এবং সেক্রেটারি গাজী মোর্শেদ মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন।

 

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ দেশের দুটি দেশপ্রেমিক সংস্থাকে ধ্বংস করে। প্রথমেই তারা বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে হত্যা করে। এরপর জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে ও কারাগারে রেখে তিলে তিলে হত্যা করে। তাদের সে অত্যাচার-নির্যাতনের জবাব এদেশের শান্তিকামী ছাত্রজনতা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দিয়েছে।

 

তিনি বলেন, আওয়ামী স্বৈরাচারের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে। তবে সেই ফাঁদে কোনভাবেই পা দেওয়া যাবে না। যতই ষড়যন্ত্র হোক তা ব্যর্থ করতে হবে। দেশ এখনও জঞ্জাল ও স্বৈরাচারমুক্ত হয়নি। তাই জাতীয় প্রয়োজনে জনগণের ঐক্যের কোন বিকল্প নেই।

সাংবাদিকদের প্রতি কিছুটা ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমাদের বক্তব্যটা হুবহু নেবেন। আমাদের বক্তব্যের নামে আপনাদের কোন বক্তব্য আমাদের উপর চাপাবেন না। শনিবার সাতক্ষীরায় আমার ওপর জুলুম করা হয়েছে একটা মিডিয়াতে। আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সঙ্গে বসবো।

 

সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, টিম সদস্য মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর আমির মাহফুজুর রহমান, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু প্রমুখ।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট