কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ সাজ্জাদ (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে থ্রি-জি রাইফেলসহ ৪টি অস্ত্র, ৯ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় উপজেলার বড় মহেশখালীর বড় ডেইল এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রামের আব্দু শুক্রুরের ছেলে।
পুলিশ জানায়, সাজ্জাদ ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতো। মহেশখালীতে বিভিন্ন জায়গায় চিংড়ি ঘের দখল-বেদখলসহ সন্ত্রাসী কাজে জড়িত ছিল। তিনি স্থানীয় আমান ও ছাবের বাহিনীর সক্রিয় সদস্য হিসাবে কাজ করতো বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, রবিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী অভিযান চালায় পুলিশ। অভিযানে বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইলের নিজ বাড়ি থেকে সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে থ্রি-জি রাইফেলসহ ৪টি অস্ত্র, ৯ রাউন্ড তাজা গুলি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে বাকি সন্ত্রাসীরা পালিয়ে গেছে। গ্রেপ্তার সাজ্জাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ