চট্টগ্রাম মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তা বাহিনীর সিপাহীর হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক

১ ডিসেম্বর, ২০২৪ | ১:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রামে ট্রেনের ট্রেনে কাটা পড়ে আবু জাফর মুন্না (৩৫) নামে নিরাপত্তা বাহিনীর এক সিপাহীর বাম হাত বিচ্ছিন্ন হয়েছে।

রবিবার (১ ডিসেম্বর) সকাল ৭টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

তিনি বলেন, আজ সকালে রেলওয়ে স্টেশেনে দায়িত্বপালন করছিলেন আবু জাফর। বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম রেলস্টেশন প্রবেশের সময় কদমতলী রেললাইনে পিছলে গিয়ে ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বকাণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট