চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সবচেয়ে দ্রুততম সময়ে জিএমপি সনদ অর্জন করল রিমার্ক

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২৪ | ১১:২৭ অপরাহ্ণ

রিমার্ক এলএলসি ইউএসএ‘র অনুমোদিত প্রতিষ্ঠান রিমার্ক এইচবি সবচেয়ে দ্রুততম সময়ে সম্মানজনক গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস বা জিএমপি সার্টিফিকেট অর্জন করেছে।

 

এই সনদ অর্জন কসমেটিকস ও স্কিন কেয়ার সেক্টরে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে নেতৃত্বের শীর্ষে পৌঁছে দেবে বলে আশা করা যাচ্ছে। একই দিনে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে কসমেটিকস ও স্কিন কেয়ার পণ্য রফতানি আদেশ বাস্তবায়ন শুরু করলো তারা।

 

জিএমপি ও রপ্তানি আদেশ অনুমোদন উপলক্ষ্যে আজ শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর স্থানীয় একটি হোটেলে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করে রিমার্ক।

 

আনুষ্ঠানিকভাবে রপ্তানি আদেশের অনুমোদন দিয়েছেন রিমার্ক-হারল্যানের পরিচালক মেগাস্টার শাকিব খান। যিনি রিমার্ক-হারল্যানের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভলপমেন্টের তত্বাবধায়ক হিসেবে বাজ করছেন।

 

অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন রিমার্ক ফুলফিলমেন্টের সিইও এমদাদুল হক সরকার, রিমার্ক এইচবি’র ডিরেক্টর (অপারেশন) আলমগীর আলম সরকার, এসোসিয়েশন অফ স্কিন কেয়ার এন্ড বিউটি প্রোডাক্টস ম্যানুফ্যাকচারারস এন্ড এক্সপোর্টার্স বাংলাদেশ-এর জেনারেল সেক্রেটারি জামাল উদ্দীন, জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন, চিত্রনায়ক সিয়াম আহমেদ, জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও রিমার্ক পরিবারের সদস্যবৃন্দ।

 

এক ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে সংযুক্ত হন বিএসটিআই মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। এ সময় তিনি বলেন, কিছুদিন আগেই বিএসটিআই প্রতিনিধি দলের সাথে আমি রিমার্কের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট পরিদর্শন করে এসেছি। আমি সত্যিই অভিভূত হয়েছিলাম তাদের স্টেট অফ দ্য আর্ট ব্যবস্থাপনা দেখে। আমি আশা করবো তারা তাদের এই জিএমপি সার্টিফিকেটের সাথে সাথে আগামী দিনের পথচলায় আরও অনেক প্রাপ্তি যোগ করবে ও সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলবে।

 

রিমার্ক-হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান বলেন, আজকে আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিন। সব ধরনের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনে অনেক স্বল্প সময়ে সম্মানজনক এই সনদটি পেতে সক্ষম হয়েছে রিমার্ক, যা দেশের জন্য বড় মাইলফলক। রিমার্ক-হারল্যানের ডিরেক্টর হিসেবে আমি গর্বিত। শুধু আমদানি বিকল্পই নয়, রপ্তানি বাজারে বাংলাদেশের শক্তিশালী অবস্থান নিশ্চিত করার মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতেও ভূমিকা রাখবে রিমার্ক-হারল্যান। জিএমপি মান সনদ আমাদের সেই লক্ষ্য অর্জনে এগিয়ে নিয়ে যাবে।

 

উপাদান ব্যবহার করা সর্বাধুনিক প্রযুক্তিতে দেশের সবচেয়ে ক্লিন ও পরিবেশবান্ধব ফ্যাক্টরিতে নিজেদের কার্যক্রম পরিচালনা করে আসছে রিমার্ক।

 

দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে রিমার্ক অর্জন করেছে এই গুড ম্যানুফ্যাকচারিং র্প্যাকটিস (জিএমপি) সার্টিফিকেট। ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) পশ্চিমা দেশগুলোতে কসমেটিকস পণ্য উৎপাদন থেকে ভোক্তার কাছে পরিবেশন পর্যন্ত যেসব মানদণ্ড আবশ্যকীয় তার মধ্যে জিএমপি অন্যতম। এর ফলে বিশ্ব বাজারে রিমার্কের বাংলাদেশে উৎপাদিত পণ্য রপ্তানিতে আরো একধাপ এগিয়ে গেল।

 

উল্লেখ্য, ইতোমধ্যে রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, চিত্রনায়িকা পরিমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট