চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হল- বৈরাগ ইউনিয়নের শাহ আহম্মদের বাড়ির আহম্মদ হোসেনের ছেলে মো. সৈয়দ নুর (৪২), মধ্যম গুয়াপঞ্চক মৃত মো. আলীর ছেলে মো. তৌহিদ (২৮), আমজু মিয়ার বাপের বাড়ির মো. শফিকের ছেলে মো. মহিউদ্দিন (২৮) ও সোলেমান মেম্বারের বাড়ির মৃত আলী আকবরের ছেলে মো. সিরাজ (৩০)।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, শুক্রবার রাতে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গরু চুরি মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ