চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে ট্রাকচাপায় হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার অভিযোগ

লোহাগাড়া সংবাদদাতা

২৭ নভেম্বর, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জেয়ারত শেষে গাড়ি যোগে ফেরার পথে চট্টগ্রাম অভিমুখী একটি চলন্ত ট্রাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাম আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িকে চাপা দিয়ে উভয় সমন্বয়ককে হত্যা করার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

 

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে উক্ত ঘটনাটি ঘটে।

 

সূত্রে জানা গেছে, কবর জেয়ারতে যাওয়ার সময় ওই গাড়িতে উল্লেখিত সমন্বয়কদ্বয় ছিলেন কিন্তু আসার সময় ওই গাড়িতে কেউ ছিলেন না। ফলে, ভাগ্যক্রমে উভয় জনই প্রাণে বেঁচে গেছেন। পরে জোর প্রচেষ্টা চালিয়ে থানা পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেন। ট্রাকটির নম্বর (ঢাকা মেট্রো-ঢ ১২-১৮৫৪। চালকের নাম মো. মুজিবুর রহমান (৪০)। সে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার বৈলর গ্রামের মৃত হামেদ আলীর ছেলে।

 

বিষয়টি পূর্বকোণকে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল হোসেন।

 

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাউসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছেন হত্যার উদ্দেশ্যে তাদের গাড়ি বহরে ট্রাক দিয়ে আঘাত করা হয়েছে।

 

আব্দুল হান্নান মাউসুদ লিখেছেন, ‘সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। ইসকনের জঙ্গি ও ভারতীয় ‘র’ এর যৌথ তত্ত্বাবধানে এটা হয়েছে বলে আমাদের বিশ্বাস।’

 

এই ঘটনার প্রতিবাদে রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিলের ডাক দেন তিনি।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট