চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামী পরিত্যক্তা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে তার বাপের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত নারীর নাম নাসরিন সুলতানা সোনিয়া (২৫)। তিনি উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামারা জোড়াআমতল এলাকার জহুর আলমের মেয়ে এবং এক সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা হয়ে গৃহবধূ সোনিয়া সন্তান নিয়ে দীর্ঘদিন ধরে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বাপের বাড়িতে বসবাস করে আসছিলেন। কিন্তু অভাব তার পিছু ছাড়ছিলো না। স্বামী না থাকায় এলাকাবাসীর নানান কথা এবং সংসারের তীব্র আর্থিক টানাপোড়েনে একমাত্র ছেলে আরিয়ানকে (৭) নিয়ে বিপাকে পড়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এতেই বাধ্য হয়ে তিনি নিজ ঘরে বাড়ির লোকদের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) রাজীব পোদ্দার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঐ নারী আত্নহত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। লাশ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ