চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা পড়েছেন মিরসরাই পৌরসভার সর্বস্তরের জনতা। গায়েবানা জানাজার আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা অংশে বিক্ষোভ মিছিল করেন সাধারণ জনতা।
বুধবার (২৭ নভেম্বর) বিকালে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পূর্ববর্তী আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পাঁচ শতাধিক লোক অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ ‘ইসকন সনাতন, এক নয় এক নয়’ ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’; ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা শফিকুল আলম শিকদার, মাওলানা শিহাব উদ্দিন ও মাওলানা শাহেদুর রহমান।
এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বস্তরের নাগরিকদের আহবান জানান এবং জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
পূর্বকোণ/সাদমান/জেইউ/পারভেজ