চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

আইনজীবী সাইফুল হত্যায় জড়িতের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪ | ৭:১৯ অপরাহ্ণ

চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। বহিষ্কার শুভ কান্তি দাশ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুভ কান্তি দাশের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামে।

 

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ তুলে তার ছাত্রত্ব বাতিলের দাবি জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

 

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, গতকালের একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ল (আইন) ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা জানালেন এই ছাত্র (শুভ কান্তি দাশ) জড়িত ছিলেন, যে কারণে আইন বিভাগের একাডেমিক কাউন্সিল মিটিংয়ে বসে এই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে।

 

জানা যায়, বহিষ্কার ছাত্র শুভ কান্তি নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ইসকন পটিয়া উপজেলার সক্রিয় কর্মী।

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট