চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

প্লাস্টিকের পরিবর্তে তৈরি হবে কাগজের কলম!

অনলাইন ডেস্ক

২৭ নভেম্বর, ২০২৪ | ৭:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের আয়োজনে ‘Production of Biodegradable Items’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২৬ নভেম্বর) মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদ মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পরিবেশবান্ধব ও টেকসই পণ্য উৎপাদনের মাধ্যমে প্লাস্টিক দূষণ কমানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখা।

 

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশের প্রথম পরিবেশ বান্ধব কলমের উদ্ভাবক যশোরের নাসিমা আক্তার ও তার মেয়ে রেবেকা আক্তার। তারা কাগজ দিয়ে পরিবেশ বান্ধব কলম তৈরির কৌশল শিক্ষার্থীদের হাতেকলমে শেখান। কলমগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো, ব্যবহার শেষে এগুলো মাটিতে ফেললে ভিতরে থাকা রোপণযোগ্য বীজ অঙ্কুরিত হয়ে চারায় রূপান্তরিত হয়। এছাড়া তাদের অগ্রযাত্রা এবং প্রতিকূলতার গল্পও শিক্ষার্থীদের সাথে শেয়ার করেন। বর্তমানে তাদের কলম তৈরির উদ্যোগের সঙ্গে আরও ২০ জন কর্মী যুক্ত আছেন, যা স্থানীয় কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের তৈরি পরিবেশ বান্ধব কলম এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে।

 

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন ও প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মো. শাহাদাত হোসেন। তিনি তার বক্তব্যে প্লাস্টিক দূষণ হ্রাসে সামাজিক উদ্যোগ গ্রহণ, সচেতনতা বৃদ্ধি, এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানোর পাশাপাশি পরিবেশ বান্ধব পণ্যের উৎপাদন ও ব্যবহার নিশ্চিত করার প্রতি জোর দেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও গবেষণা দলের সদস্য প্রফেসর ড. মো. আলাউদ্দিন মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের প্রভাষক নায়না ইসলাম।

 

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট World Bank এর অর্থায়নে Plastic Free Rivers and Seas for South Asia (PLEASE) প্রকল্পের আওতায়, United Nations Office for Project Services (UNOPS) ও South Asia Cooperative Environment Programme (SACEP) এর তত্ত্বাবধানে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কপোর্রেশনের ৪১টি ওয়ার্ডে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট