চট্টগ্রাম মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

জামালখানের বর্জ্য দুদিনের মধ্যে পরিষ্কারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২৪ | ১:২৯ অপরাহ্ণ

নগরের জামাল খান ওয়ার্ডে কিছু জায়গায় ময়লা-আর্বজনা জমে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল সোমবার সকালে পরিদর্শনে যান তিনি।

 

এসময় আগামী ২ দিনের মধ্যে জামালখানের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা অপসারণের নির্দেশ দেন তিনি। আর এর মধ্যে কাজ শেষ করতে না পারলে ওয়ার্ডের সুপারভাইজারকে চাকরি থেকে বরখাস্তের হুঁশিয়ারিও দেন মেয়র। এ সময় মেয়র ওয়ার্ডে নিয়োজিত পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের হাজিরা নেন। স্থানীয়রা বলেন, একসময় ওয়ার্ডের অনেক পরিচ্ছন্নকর্মী কাজ করতেন না। ডা. শাহাদাত হোসেন মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর ওয়ার্ডগুলোতে পরিদর্শনে গিয়ে হাজিরা নেওয়ায় ওয়ার্ড পর্যায়ে কাজের গতি বেড়েছে।

 

এসময় মেয়র পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের এলাকাবাসীর সামনে ডেকে নিয়ে উপস্থিত বাসিন্দাদের কাছ থেকে জিজ্ঞেস করেন তারা আসলেই কাজ করেন কি না। উপস্থিত বাসিন্দারাও যাদের মাঠে দেখেন না তাদের বিরুদ্ধে অভিযোগ জানান মেয়রকে। পরিছন্নতা কর্মকর্তা ও কর্মীদের উদ্দেশে চসিক মেয়র বলেন, কোন ধরনের ফাঁকিবাজি করার চেষ্টা করবেন না। দুর্ভোগ যাতে না হয়, জনগণের সহায়ক শক্তি হিসেবে কাজ করবেন। আমি প্রতিটি ওয়ার্ডে যাব।

 

তিনি আরও বলেন, ৪১ ওয়ার্ডে যেকোনো জনদুর্ভোগ দেখলে আপনারা আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নিবো। এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ)।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট