চট্টগ্রামের রাউজানে ওমান প্রবাসীর বাড়ি পোড়ানোর মামলায় র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন মুহাম্মদ আজিজুল হক (৫৫) নামে এক বিএনপি নেতা।
রবিবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার লয়েল রোডস্থ একটি ব্যাংক কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন বিকেলে রাউজান থানায় তাকে হস্তান্তর করা হলে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
দলীয় সূত্র জানায়, আজিজুল হক ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা এবং সাবেক যুবদল নেতা ছিলেন। তিনি ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের বাসিন্দা।
প্রবাসীর করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ সেপ্টেম্বর ৫০-৬০ জন অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে ইয়াসিন চৌধুরীর বাড়িতে লুটপাট করার পর আগুন দেয়া হয়। এ সময় একটি ব্যক্তিগত গাড়িও পুড়িয়ে দেয় তারা।
পুলিশ জানিয়েছে, ওমান প্রবাসী ব্যবসায়ী এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরীর দুটি বাড়ি পোড়ানোর মামলার প্রধান আসামি গ্রেপ্তার আজিজুল হক। এছাড়া অস্ত্র আইনে আরও দুটি মামলায় পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। তবে বিগত সময়ে আজিজুলের বিরুদ্ধে হত্যাসহ মোট ১২টি মামলা ছিল।
ঘটনার পর ভুক্তভোগী ইয়াসিন চৌধুরী বলেছিলেন, ৫০-৬০ জন সন্ত্রাসী মোটরসাইকেল ও অন্যান্য বাহনে করে এসে তার বাড়িতে লুটপাট করে আগুন দেয়।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলমগীর বলেন, আজিজুল হকের বিরুদ্ধে বাড়ি পোড়ানোসহ আরও দুটি অস্ত্র মামলায় পরোয়ানা রয়েছে। তাকে র্যাব হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/জাআ/জেইউ/পারভেজ