চট্টগ্রামের মিরসরাইয়ে বেশ কিছুদিন ধরে চুরি বেড়েছে। প্রতিরাতে উপজেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ইছাখালী ইউনিয়নের মুন্সিগ্রামে সদ্য কেনা একটি মোটরসাইকেল নিয়ে গেছে চোরের দল। একই রাতে স্থানীয় মিঠাছরা এলাকায় মো. সালাউদ্দিনের একটি মোটরসাইকেল চুরির খবর পাওয়া গেছে।
চুরির ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, লাল রঙের বাজাজ মোটর সাইকেলটি তিনমাস আগে কিনেছেন ইছাখালী ইউনিয়নের মুন্সিগ্রামের বাসিন্দা এরাদুল হক ভূঁইয়া। প্রতিদিনের ন্যায় রাতে গড়িতে তালা লাগিয়ে নিজ বাড়ির উঠোনে রেখেছিলেন। মধ্যরাতে সদ্য কেনা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় চোরের দল। মোটরসাইকেলটি বাজাজ কোম্পানির এন-১৬০ মডেলের। অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির পর মালিকের কাছে দাবি করা হয় মুক্তিপণ।
এ বিষয়ে মোটরসাইকেলের মালিক এরাদুল হক ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, কিস্তিসহ গাড়িটি কিনতে খরচ করতে হয়েছিলো ২ লাখ ১০ হাজার টাকা। গাড়ি চুরি হওয়ার পরে আজ দিনে একটি নম্বর থেকে ফোন দিয়ে ৩০ হাজার টাকা দাবি করে। আমি একটি বিকাশ নম্বরে ১৫ হাজার টাকা পাঠাই। এরপর থেকে তাদের নম্বরে কল দিয়ে সংযোগ স্থাপন করা যায়নি।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ ইদানীং রাতে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা বিচ্ছিন্নভাবে শুনছি। চুরি বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ