চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঈদগাঁওতে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ঈদগাঁও সংবাদদাতা

২৪ নভেম্বর, ২০২৪ | ৫:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ঘাতক আমির হোছন ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৪ নভেম্বর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আমির আব্বাস (৪২) উপজেলার পোকখালী  ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইছাখালী গ্রামের মৃত নূরুল কবিরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মৌলভী কামরুল হক জানান, শুক্রবার সীমানা বিরোধের জেরে বাকবিতণ্ডার একপর্যায়ে বড় ভাই আমির আব্বাসের মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছোট ভাই আমির হোছন। এতে গুরুতর আহত আমির আব্বাসকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঈদগাঁও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরকান জানান, সীমানা বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছে। তবে একটি মহল ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহে মাদক সংক্রান্ত ইস্যু হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, আমির আব্বাস হত্যার ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। এজাহার পেলে হত্যা মামলা রুজু করা হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট